নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের বেলচার আঘাতে সোমেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ বালুশ্রমিকের লাশের সন্ধান মিলেছে। নিখোঁজের ৪৫ ঘন্টা পর সোমবার সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বারইপাড়া ঘাটে লাশ ভেসে ওঠে।
নিখোঁজ আব্দুল সালাম(২৭)উপজেলার ছনগড়া গ্রামের আব্দুল মোনতাজের ছেলে। খবর পেয়ে ঐদিন সকালে লাশটি উদ্ধার করে দুর্গাপুর থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানান, সোমবার সকালে নিখোঁজ বালুশ্রমিকের লাশ নদী থেকে উদ্ধার করে সালামের পরিবারকে খবর দেয়া হয়েছে। অভিযোগ পেলে লাশের ময়না তদন্ত শেষে পদক্ষেপ নেয়া হবে।