খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের কেয়াখালী গ্রামে জন্ম হাফেজ মো: ওয়াহিদুজ্জামানের। ২০০৮ সাল থেকে এলাকার সাধারণ অসহায় মানুষের নানান ধরনের সুবিধা-অসুবিধা সুখ-দু:খ নিয়েই ছুটা ছুটি করেন তিনি। একজন জনদরদী সেবক হিসেবে সমাজের মানুষের নানাদিক নিয়ে চলা কর্ম তৎপরতার কিছু চিত্র তুলে ধরা হলো। শিক্ষা : পৃথিবীতে মানুষের সফলতার জন্য বড় প্রয়োজন শিক্ষা অর্জন। সেই শিক্ষা থেকে যাতে কোন গরীব মেধাবী ছাত্র ছাত্রী ঝরে না পড়ে, তার শিক্ষা কার্যক্রম সামনে এগিয়ে নেয়ার জন্য, বিভিন্ন সময়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গরীব ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরন, এস এস সি ও এইচ এস সিতে এ+ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা, বিভিন্ন ব্যাংক, শিক্ষা প্রকল্প ও জেলা পরিষদের মাধ্যমে উপবৃত্তি 'র ব্যবস্থা করে দেয়ার প্রচেষ্টায় লিপ্ত তিনি। স্বাস্থ্য :- সু-স্বাস্থ্য মানুষের একটি মৌলিক অধিকার। গ্রামের নিম্ম আয়ের সাধারন মানুষের স্বাস্হ্য সেবায় ব্যাপকভাবে সহায়তা প্রদানে দরীদ্র জনগোষ্ঠী 'র স্বাস্হ্য সেবার জন্য বিভিন্ন হাসপাতাল ও ব্যক্তির মাধ্যমে অসংখ্য বিনামূল্যে চোখের ছানি ও নালীর অপারেশন, গর্ভবতী মায়েদের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে সেবা প্রদান, গরীব রোগীদের স্বল্প ও বিনামূল্যে আদ্বীন হাসপাতালের মাধ্যমে চিকিৎসার ব্যবস্হা করা। নদী ভাঙ্গন এলাকায় স্বেচ্ছাশ্রমে কাজ:- নদী ভাঙ্গন এলাকা শরাফপুরের চাঁদগড় ও আঁকড়াতে ব্যাপক ভাবে ত্রান সামগ্রী বিতরন, স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মান সহ নিপিঁড়িত মানুষের মাঝে শুস্ক খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা। শীতকালীন বস্ত্র বিতরণ :- শীতকালীন সময়ে দরীদ্র শীতার্ত প্রান্তিক জনগোষ্ঠী'র অসহায় মানুষের মাঝে ব্যাপকভাবে শীত বস্ত্র বিতরন করা। গতবছর প্রায় ৭ শতাধিক কম্বল বিতরন করেন তিনি। মাদকেরর বিরুদ্ধে সচেতনা কার্যক্রম :- এলাকার ছাত্র ও যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষার জন্য বিভিন্ন দিবসে ক্রীড়া ও খেলাধুলা 'র আয়োজন এবং মাদকের বিরুদ্ধে সচেতনতার জন্য ক্যাম্পেইন করা। মহামারী করোনা ভাইরাস সংক্রমনে ভূমিকা :- করোনা ভাইরাস সংক্রমন থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য জনসচেতনতার লক্ষে মাইকিংএর মাধ্যমে প্রচারাভিযান চালিয়ে যাওয়া। বিভিন্ন বাড়ি বাড়ি, মসজিদে এবং নলকুপে সাবান ও স্যানিটািইজেশনের মালামাল বিতরন করা। প্রায় দেড় হাজারের মতো মাস্ক বিতরন করা। তাছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন কাফন নিয়ে যখন তৈরী হয়েছিলো চরম ভিতিকর পরিস্হিতি। তখনই তার নেতৃত্বে দাফন কাফনের জীবনের ঝুকিনিয়ে গঠন করেন দাফন কাফন টীম। এবং দেশের গন মাধ্যমে ব্যাপক প্রচারের পর তাদের এই উদ্যোগে দেশের বিভিন্ন এলাকাতেও গঠিত হয় দাফন কাফন টীম। এভাবেই যেকোন স্হানে যেকোন মানু্ষরে বিপদাপদ, হওয়া মরার সাথী হয়ে ছুটে বেড়ান সারাক্ষণ।সদালাপী, মিষ্টভাষী, বিনয়ী একজন দরদি মানবতার ফেরিওয়ালা হাফেজ মো: ওয়াহিদুজ্জামান। দীর্ঘ ১২ টি বছর ধরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোন মানুষের কি সমস্যা, কি করে সমাধান হয়। কেউ মারাগেলে গোসল, দাফন থেকে শুরু করে সকল কাজেই তার অংশিদারিত্ব থাকে চোখে পড়ার মতো। কাউকে পরামর্শ, কাউকে সহায়তা আবার কাউকে সান্তনার পরশে আজ তিনি সবার কাছে একজন প্রিয় মানুষে রুপান্তরিত হয়েছেন।একজন আর্থিক অস্বচ্ছল ব্যক্তি দ্বারা এসকল কল্যান কর কাজ কি ভাবে সম্ভব? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি কোন মানুষের মানবিক কল্যানে অবদান রাখার সঠিক ইচ্ছা থাকে তাহলে টাকা পয়সা ছাড়াও অনেক কিছু করা সম্ভব। এর জন্য প্রয়োজন সততা, নিষ্ঠা, আদর্শিক শিক্ষা, সদিচ্ছা, দরদ মাখা আন্তরিকতা, মনের প্রশস্ত তা বা উদর মানসিকতা। শরাফপুর ইউনিয়নে আজ ধীরে ধীরে দল-মত, ধর্ম-বর্নের উর্ধে সকলের কাছে প্রিয় পাত্রে পরিনত হয়ে উঠেছেন তিনি।