দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ বলে পরিচিত বিলডাকাতিয়ার জলাদ্ধতা নিরসনে বাস্তবায়িত খুলনা- যশোর নিস্কাশন পূর্নবাসন প্রকল্প নামে যে প্রকল্পটি বাস্তবায়িত হয় তা এখন মানুষের গলার ফাস হয়ে দেখা দিয়েছে। বিলের জলাবদ্ধতা নিরসনে প্রায় এক হাজার ৮০০ কেটি টাকা একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে প্রকল্পটি পানি সম্পদ মন্ত্রৃনালয়ে অনুমোদেনের অপেক্ষায় রযেছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় ১ লাখ একর জমি ফসল আবাদের উযোগী হবে যাতে প্রায় দেড় লাখ টন অতিরিক্ত ফসল উৎপাদন হবে।
স্থানীয়দের সাথে আলাপকালে তারা জানান, বিলডাকাতিয়ার বেশিরভাগ অংশ খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা এলাকা জুড়ে। ৮০’র দশকে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ৯০’র দশকে জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে মানুষ বিলটিতে জোয়ারাধার চালু করে। পরবর্তিতে আবার কেটে দেয়া বাঁধ বেঁেধ দেয়া হয়। এরপর পানিউন্নয়ন বোর্ড এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের অর্থায়ণে কেজেডিআরপি( খুলনা-যশোর পুনৃবাসন প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবাযন করা হয়।
এখানকার এলাকাবাসী যাদের তেমন বেশির ভাগ মহিলা। পুরুষ সদস্য শিশুরা প্রতিদিন দল বেঁধে যায় শাঁমুক শালুক শাপলা কুড়াতে। শামুক কুড়িয়ে তা বিক্রি করে যে টাকা পায় তাই দিয়ে চাল, তেল, লবণ কেনেন। শাপলা শালুক কলমি শাঁক তরকারির প্রয়োজন মেটে। তবে তাদের জমি পলি পড়ে ভরাট হয়েছে তাদের অবস্থা বেশ ভাল। এখানকার অধিবাসীদের আশংকা এবারের পানি আর সরবে না। বিলডাকাতিয়ার ২৩টি খালের পানি হামকুড়া নদীতে নিস্কাশিত হতো। কিন্তু হামকুড়া নদীর এখন অস্তিত্ব নেই।
অপরদিকে শহরে ও ধনীক শ্রেণীর মানুষেরা জলাবদ্ধ এই বিলে জমি কম মূল্যে জমির মালিকদের কাছ থেকে কিনে নিচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। যা বিঘা প্রতি ১০-২০ হাজার টাকার বেশি নয়। আবার কোন কোন সময় সামান্য কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে জমি রেজিষ্ট্রি করে নিচ্ছেন। জমি বিক্রেতারা অবশিষ্ট টাকা চাইলে তাদেরকে নানা ছল চাতুরি করে ফিরিয়ে দেয়া হচ্ছে। আবার কারও সাথে কথাও বলা হয় না।
বিলডাকাতিয়ার বেশিরভাগ অংশ খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা এলাকা জুড়ে। ৮০’র দশকে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ৯০’র দশকে জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে মানুষ বিলটিতে জোয়ারাধার চালু করে। পরবর্তিতে আবার কেটে দেয়া বাঁধ বেঁেধ দেয়া হয়। এরপর পানি উন্নয়ন বোর্ড এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের অর্থায়ণে কেজেডিআরপি (খুলনা-যশোর পুনৃবাসন প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবাযন করা হয়। বিলডাকাতিয়ার ২৩টি খালের পানি হামকুড়া নদীতে নিস্কাশিত হতো। কিন্তু হামকুড়া নদীর এখন অস্তিত্ব নেই। বর্তমানে হামকুড়া নদী খনন কওে জোয়ার ভাটা চালু করার কোন বিকল্প নেই।
পানি উন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যার্নাজী বলেন, খুলনা জেলার মধ্যে বিলডাকাতিয়া অতগুরুত্বপুর্ণ একটি বিল। এটি যশোর জেলা পর্যন্ত বিস্তৃত। বিলের জলাবদ্ধতা নিরসনে প্রায় এক হাজার ৮০০ কেটি টাকা একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে প্রকল্পটি পানি সম্পদ মন্ত্রনালয়ে অনুমোদনের অপেক্ষায় রযেছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় ১ লাখ একর জমি ফসল আবাদের উযোগী হবে যাতে প্রায় দেড় লাখ টন অতিরিক্ত ফসল উৎপাদন হবে।
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী শিক্ষবিদ নারায়ন চন্দ্র চন্দ বলেন, খুলনা জেলার ডুমুরিয়া, ফুলতলা, বটিয়াঘাটা , খুলনা কোতয়ালী, যশোরের কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর উপজেলা প্রায় ৮ লাখ জনগোষ্ঠী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ বিলের সাথে যুক্ত। তিনি জানান, কেজেডিআরপি (খুলনা যশোর নিস্কাশন পূর্নবাসন প্রকল্প ) নামে যে প্রকল্প বাস্তবায়িত হয় তা জনগণের তেমন কল্যাণ বয়ে আনেনি। বছরের পর বছর ফসল না হওযায় অনেক পরিবার দেশ ত্যাগে বাধ্য হয়েছেন বলেও জানালেন শীর্ষ এই জনপ্রতিনিধি।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বিলডাকাতিয়া এলাকার জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক’র সহযোগিতায় খুলনা যশোর নিস্কাশন পূর্নবাসন প্রকল্প নামে একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়। ওই প্রকল্পেন আওতায় ৩০ কিলোমিটার নদী খনন, ৫৫৫ কিলোমিটার খাল খনন, ১১১ কিলোমিটার সড়ক উন্নয়ন, কালভার্ট নির্মাণ করা হয় ৩৮টি, ফুটব্রীজ নিমার্ণ করা হয় ৩০ টি। এছাড়া আরও কিছু স্থাপনা তৈরি করা হয়। উদ্দেশ্য এলাকার ৮ লাখ মানুষের ভাগ্যের উন্নয়ন। ২২৯ কেটি টাকা এ প্রকল্পে ব্যয় ধরা হয়।