গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার আউচপাড়ার একটি বাড়িতে প্রকাশ্য দিবালোকে ডাকাতি হয়েছে। ডাকাতরা স্থানীয় কলেজ রোডের জাফর মাস্টারের বাড়ির পাশের বাড়ির নিচ তলায় ঢুকে ফিল্মি কায়দায় অস্ত্রের মুখে শিশুদের জিম্মি করে সর্বস্ব লুটে নেয়।
বাড়ির ভাড়াটিয়া জামাল উদ্দিন জানান, সোমবার বাড়ির মালিক ডা. রফিকুল ইসলাম নিচ তলায় গেট খোলা রেখে ওপরে কাজ করছিলেন। বিকেল ৩টার দিকে একদল ডাকাত নিচ তলায় হঠাৎ তাদের ফ্ল্যাটে ঢুকে পড়ে।
ডাকাতরা প্রথমেই তার পাঁচ বছরের ছেলে সন্তানের গলায় চাপাতি ধরে সকলকে চুপ থাকতে বলে। কোনো ধরণের শব্দ করলে তার শিশু সন্তানটিকে জবাই করা হবে বলে হুমকি দেয়। এতে সন্তানের জীবন রক্ষায় তারা সকলে চুপ হয়ে যায়। এসময় ডাকাতরা ঘরে রক্ষিত পনের হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালঙ্কার, একটি এলইডি টিভি, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এরপর পাশের দুই ভাড়াটিয়ার রুমে ঢুকে একইভাবে শিশুদের জিম্মি করে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি ডাকাতি নয় দাবী করে বলেন, এটি একটি দস্যুতার ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং আমরা অপরাধীদের গ্রেফতারের চেষ্টা করছি।