প্রয়াত আওয়ামীলীগের নেতাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলা আ.লীগের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মনিরুজ্জামান ওরফে মন্ময় মনিরের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়। মামলার বাদী কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন। মন্ময় মনির সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া এলাকার মৃত অয়েজ উদ্দীনের ছেলে। তিনি সাতক্ষীরা সদরের আলীপুর সীমান্ত আদর্শ কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অ্যধাপক। মামলার বাদী সাগর হোসেন সাংবাদিকদের জানান, ‘সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পরপরই শনিবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেন মন্ময় মনির। তার দেওয়া ফেসবুক পোস্টটি দেখে আমি মর্মাহত হয়েছি। এ বিষয়ে জানতে চাইলে মন্ময় মনির বলেন, ‘আমি কারও নাম মেনশন করে স্ট্যাটাস দেইনি। তা ছাড়া বিষয়টি নিয়ে অনেকে আপত্তি করায় আমি তা প্রত্যাহার করে নিয়ে ক্ষমা প্রার্থনা করেছি। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গিয়াস বলেন, মন্ময় মনিরের বিরুদ্ধে উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং-১০(৬)২০।