জামালপুরের ইসলামপুর উপজেলার ধর্মকুড়া বাজারে নোয়াখালী পট্টিতে আগুন লেগে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০লাখ টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীদের।
এলাকার প্রত্যক্ষদর্শীরা জানায় গত সোমবার (১৫জুন ) ভোর রাতে ইসলামপুর উপজেলার ধর্মকুড়া বাজারে নোয়াখালী পট্টিতে এরশাদের রুটির দোকান হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে অগ্নি শিখার লেলিহান ছড়িয়ে পড়ে। এ সময় নিদেনু, এরশাদ বাটালো, নবিন হাজি, নাছিমের বাসা ও শাহিনের ইলেক্টিক দোকানসহ পাশের প্রায় ৮টি দোকান পুড়ে ভস্মিভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল গনি জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তিনি আরো বলেন অগ্নিকাণ্ডে প্রায় ১০লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।