করোনা মহামারীর কারণে ব্র্যাক সেনবাগ এলাকার সকল কার্যক্রম স্থগিত রাখা হয় ও জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে কর্মী কর্তৃক সদস্যদের নিকট থেকে ৩০ জুন/২০২০ পর্যন্ত কিস্তি আদায় বন্ধ রাখা এবং আগ্রহী সদস্যদের জন্য ঋণ বিতরণ ও লেনদেন অব্যাহত রাখা হয়। এছাড়াও জীবন-জীবিকা নির্বাহের জন্য বিকাশের মাধ্যমে সদস্যদের প্রায় ৫১ লক্ষ টাকা সঞ্চয় প্রদান ও মৃত্যু বিমা সুবিধা ৩.৪০ লক্ষ টাকা নমীনিকে হস্তাস্তর করা হয়।
অপরদিকে করোনা বিস্তার রোধে সেনবাগের প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লা, হাটে, বাজারে লিফলেট বিতরণ ও মাইকিং করে জনগণকে সচেতনত করে তোলা হয়। মসজিদ, মাদ্রাসা, রাস্তার মোড়ে পানির ড্রাম বসিয়ে সাবান দিয়ে হাত ধোয়া এবং এলাকার গুরুত্বপূর্ণ স্থানে, বাজারে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। বিভিন্ন দোকানে সামাজিক দূরত্ব বজায় রেখে পন্য সামগ্রী ক্রয় করার জন্য ৩ ফুট অন্তর অন্তর গোল বৃত্ত অঙ্কন সহ গ্রামে উঠুন বৈঠকের মাধ্যমে মহিলাদের ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, জীবাণুনাশক স্প্রে তৈরীসহ স্বাস্থবিধি মেনে চলার উপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ায় হয়। তাছাড়া উপজেলার নিম্ন আয়ের পেশাশ্রেণীর মাঝে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করায় ব্যাপক প্রশংসিত হয়েছে ব্র্যাক।
এ ব্যাপারে ব্র্যাকের ফেনী- ০২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রেজোওয়ানুল বারী জানান, ব্র্যাক যে কোন দুর্যোগের ন্যয় করোনা মহামারীতেও জনগণের পাশে থেকে তাদের জীবন-জীবিকা ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এ প্রসঙ্গে ব্র্যাকের সেনবাগ এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ব্র্যাক দেশের যে কোন দুর্যোগ মুহুর্তে জনগণের পাশে ছিল, বর্তমানে আছে এবং আগামীতেও থাকবে।