নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া পূর্ব বাজারে পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে মিজানুর রহমান (৪০) নামে এক ধর্ষক যুবক নিহত হয়েছে। সে দুই দিন আগে (১৩জুন) ওই এলাকার কানা শহীদের আস্থানায় সংঘঠিত কিশোরী (১৫) ধর্ষণ মামলার প্রধান আসামী। তাকে রোববার বিকালে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযাই সোমবার রাত আড়াইটার দিকে থানার ওসি আবুদল বাতেন মৃধা ও (ওসি তদন্ত) ইকবাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুশিল ফোর্স তাকে নিয়ে সহযোগীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে ছাতাপাইয়া পূর্ব বাজার সোনাকান্দি গ্রামের পৌছলে মিজানের সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে মিজানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে মিজানের সহযোগী সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে মিজানকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পুলিশের ভাষ্য, বন্দুক যুদ্ধে রসুল মীর, পিয়াস সরকার ও পিপল নামে সেনবাগ থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, ২ রাউন্ড এলজির গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়।
নিহত মিজানের বাড়ি পাশ্ববর্তী সোনাইমুডী উপজেলার নাওতলা গ্রামে। সে ওই গ্রামের আলা উদ্দিনের ছেলে। সে সেনবাগ থানার ধর্ষণ মামলা নং ৬ তারিখ ১৪/০৬/২০ এর ১নং আসামী।
সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান,গত ১৩ জুন ছাতারপাইয়ার কালা শহীদেও আস্তানায় সংগঠিত কিশোরী (১৪) ধর্ষণ মামলার আসামি মিজানকে রোববার বিকেলে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাত আড়াইটার দিকে তাকে নিয়ে তিনি সঙ্গীয় পুলিশ ফোর্স সহ তার সহযোগীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের জন্য উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের সোনাকান্দি গ্রামের ছাতারপাইয়া পূর্ব বাজারে পৌঁছলে মিজানের সহযোগীরা অতর্কিতে পুলিশের ওপর গুলি বর্ষণ করে মিজানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়লে মিজানের সহযোগীরা পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মিজানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, ২ রাউন্ড গুলি,একটি ধারালো ছোরা উদ্ধার করে। নিহতের লাশ বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।