চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গত রোববার রাতে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তম্মধ্যে উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের তমিজ উদ্দিন (৭৫) ও মো: ফিরোজ (৬৮) এবং বরমা ইউনিয়নের মাইগাতা গ্রামের মহসিন আলী (৩৬) রয়েছেন। পরদিন সোমবার গাউসিয়া কমিটির সদস্যরা তাদের দাফন কার্যক্রম সম্পাদন করেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাউসিয়া কমিটির উপজেলা শাখার উপদেষ্টা মওলানা সোলাইমান ফারুকী সত্যতা নিশ্চিত করেন।