করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪জুন) বিকেল সাড়ে ৫ টায় তারালী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সভার শুরুতেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ আবদুল্যাহর আত্মার মাগফিরাত কামনা করা হয়। তারালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামসুল হুদা কবির খোকনের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ উপজেলা শাখার সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ। আলোচনা সভায় তারালী ইউনিয়ন এর ওয়ার্ড পর্যায়ের সকল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।