কুমিল্লার নাঙ্গলকোটের উত্তর শাকতলী শেখরেজা ইসলামিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া জান্নাত আক্তার (১২) নামের এক ছাত্রীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী গ্রামের রুহুল আমিনের মেয়ে জান্নাত আক্তার বাড়ীর পাশের পুকুরে রবিবার দুপুরে সহপাঠীদের সাথে মাছ ধরতে নামে। এসময় সাঁতার না জানায় সহপাঠীদের অগোচরে জান্নাত পুকুরের পানিতে তলিয়ে যায়। তার সাথে থাকা সহপাঠিরা বিষয়টি ভয়ে সাথে-সাথে না জানানোর কারনে এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন স্থানীয়রা।