গজারিয়া প্রতিনিধি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় শনিবার (১৩ জুন) রাত ১০ টার দিকে গজারিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমারত হোসেনের নেতৃত্বে এএসআই মো. আব্দুল জলিল উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর পাড়ে অভিযান পরিচালনা করে ৬ জুয়ারিকে আটক করে।
আটককৃত জুয়ারি সাখাওয়াত, সাইফুল, জাহাঙ্গীর, তানভীর, ইসরাফিল ও ইয়ামিন তাদের সকলের বাড়ি ইসমানি চর। এসময় জুয়ার আসর থেকে জুয়ার উপকরণ ও নগদ টাকা জব্দ করা হয় বলে জানান থানা পুলিশ।
এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, ৬ জন জুয়ারিকে প্রকাশ্যে জুয়া খেলার সময় আটক করা হয়েছে। তাদেরকে মামলার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।