রোববার (১৪ জুন) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যশোরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেস ভাড়া ৬০ শতাংশ মওকুফের দাবিতে এ মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যশোর শাখা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত ৪ মে অতিরিক্ত জেলা প্রশাসক সহকারি পুলিশ সুপার, শিক্ষক, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিদের বৈঠকে ৬০ শতাংশ মেসভাড়া মওকুফের সিদ্ধান্ত হয়। কিন্তু ৩০ মে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি কোন শিক্ষক ছাত্র প্রতিনিধি ছাড়াই এক বৈঠকে পূর্ব সিদ্ধান্ত বাতিল করে ২৫ শতাংশ মেসভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা মনে করি এই সিদ্ধান্ত অযৌক্তিক ও অমানবিক।
শিক্ষার্থীরা আরও বলেন, যশোরের বিভিন্ন কলেজে অধ্যায়নরত গ্রামের শিক্ষার্থীরা শহরে মেসে থেকে পড়াশুনা করেন। প্রাইভেট পড়িয়ে এবং পিতা-মাতার কাছ থেকে অর্থ এনে তারা পড়াশুনা চালিয়ে থাকেন। করোনাভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পানের কারণে গত তিন মাস ধরে শিক্ষার্থীরা মেসভাড়া দিতে পারেনি। এজন্য তারা মেসভাড়া ৬০ শতাংশ মওকুফ এবং মেস মালিকদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।