শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে ৬ মাস বয়সী আবু রায়হান নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নকলা পৌরসভার কলাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। সে কলাপাড়া এলাকার অটোভ্যান চালক মো. সুহেল মিয়া ও গৃহিনী রেহেনা বেগমের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সুহেল তার ভ্যানটি বৈদ্যুতিক চার্জ দিয়ে পারিবারিক কাজে বাইরে চলে যান। এ সময় তার স্ত্রী রেহেনা বেগম শিশু আবু রায়হানকে ঘরের মেঝেতে বসিয়ে রেখে বাইরে যান। ফাকা ঘরে শিশু আবু রায়হান হামাগুড়ি দিয়ে গিয়ে বৈদ্যুতিক চার্জে দেওয়া লাইনের তার ধরে টান দিলে সে বিদ্যুতায়িত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, তারা বিষয়টি রাতে শুনে এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখেন আবু রায়হানের লাশ দাফন করা হয়ে গেছে।
নিহতের বাবা সুহেল মিয়া জানান ,বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ায় ছোট শিশু ভেবে বেশি জানাজানি না করে রাতেই দাফন করা হয়েছে ।