মাদারীপুরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের স্বাস্থ্যকর্মীসহ ২ জন মারা গেছে। মাদারীপুর সদর হাসপাতালের সহকারী নার্স মো. শহিদুল ইসলাম (৫২) করোনায় আক্রান্ত হয়ে রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মাদারীপুর শহরের পানিছত্র আলজাবির উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় আবদুল লতিফ হাওলাদার (৬৫) বছরের এক বৃদ্ধ শনিবার রাত ৮ টার দিকে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা গেছেন। মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাশীকান্দি গ্রামের মোহসিন উদ্দিন খালাশীর ছেলে সদর হাসপাতালের সহকারী নার্স মো. শহিদুল ইসলাম চাকুরীর সুবাদে সদর হাসপাতালের কোয়ার্টারে থাকতেন। করোনা উপসর্গ জ্বর ও কাশি নিয়ে গত ৬ জুন হাসপাতালে ভর্তি হন এবং করোনার টেস্ট করান। ৮ জুন তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। সদর হাসপাতালের আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয় এবং রোববার ভোরে তিনি মারা যান। ইসলামিক ফাউন্ডেশনের লোকজনের উপস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে তাকে গ্রামের বাড়ি ধুরাইলে দাফন করা হবে।
এদিকে শহরের পানিছত্র এলাকায় রিক্সার গ্যারেজ ব্যবসায়ী আবদুল লতিফ হাওলাদার শ্বাস কষ্ট জনিত সমস্যা নিয়ে ভুগছিলেন। শনিবার সকালে চিকিৎসার জন্য সদর হাসপাতালে যান ভর্তি হতে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করেননি। করোনার জন্য নমুনাও নেয়নি কেউ। বাধ্য হয়ে তার স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসে এবং রাত ৮টার দিকে তিনি বাড়িতে মারা যান। মারা যাওয়ার পর সিভিল সার্জন অফিস থেকে লোক এসে তার নমুনা সংগ্রহ করে নিয়ে যান। রোববার সকালে তাকে দাফন করা হয়। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। রোববার সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৩৫০ জন।
মৃত আবদুল লতিফ হাওলাদারের ভাগ্নিনা মিলটন জানান, শনিবার সকালে মামাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় করোনা টেস্ট করার জন্য। কিন্তু হাসপাতালে কর্তব্যরত ডাক্তার বা অন্যরা কেউ তার করোনার নমুনা সংগ্রহ করে নাই। তাকে ভর্তিও করে নাই। বাড়ীতে রাতে মারা যাওয়ার পর সিভিল সার্জন অফিস থেকে লোক এসে তার নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে।
মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বলেন, সদর হাসপাতালের সহকারী নার্স মো. শহিদুল ইসলাম করোনা উপসর্গ জ্বর ও কাশি নিয়ে গত ৬ জুন হাসপাতালে ভর্তি হন এবং করোনার টেস্ট করান। পরে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। সদর হাসপাতালের আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং রোববার ভোরে তিনি মারা যান। স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করা হবে। অপরদিকে শহরের পানিছত্র এলাকার মারা যাওয়া ওই বৃদ্ধ দীর্ঘদিন থেকে এ্যাজমা ও ডায়বেটিসের সমস্যায় ভূগছিলেন। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তির পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, সদর হাসপাতালের সহকারী নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পানিছত্র এলাকার মারা যাওয়া ওই ব্যক্তিকে তার স্বাজনরা হাসপাতালে করোনা টেস্ট করানোর জন্য নিয়ে আসছিল। করোনা টেস্ট করানো মানুষের দীর্ঘ লাইন দেখে তারা নিজেরা বাড়ি চলে যায়।