নীলফামারীর ডিমলায় জলাতঙ্ক নির্মূলে জাতীয় জলাতঙ্ক নির্মুল কর্মসূচীর আওতায় ব্যাপকহারে কুকুর টিকাদান (এমডিভি) কার্যক্রম অবহিতকরন সভা অনুষ্ঠিত।
রোববার দুপুরে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের মিলনায়তনে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, রোগ নিয়ন্ত্রন শাখা(সিডিসি)স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় ২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে মরনব্যাধি জলাতঙ্ক নির্মূলে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি বাস্তবায়নে ব্যাপকহারে কুকুর টিকাদান(এমডিভি) কার্যক্রম অবহিতকরন সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সারোয়ার আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রেজাউল হাসান, ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ নিরঞ্জন কুমার রায়, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য কর্মিগণ উপস্থিত ছিলেন।