জয়পুরহাটের কালাই উপজেলায় নতুন করে একই পরিবারের ৩ জনের করোনা শনাক্ত সনাক্ত হয়েছে। এ নিয়ে এ কালাই উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৫২জন। রোববার সকালে আইইডিসিআর থেকে ১০ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। তার মধ্যে নতুন করে তিনজনের রিপোর্ট পজেটিভ এসেছে। তারা তিনজন সবাই হোম কোয়ারেন্টিনে ছিলেন। তারা কালাই পৌরসভার কলেজ পাড়া একই পরিবারের ৩ জনের করোনা শনাক্ত সনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
জানা গেছে, ঢাকায় দির্ঘদিন ধরে একটি গার্মেন্টসে চাকরি করতো পরিবারের এক ছেলে। সেই ছেলে করোনা আক্রান্ত হলে তাকে নিয়ে তারা ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করতে হয় পরিবারের সদস্যদের। পরে ঢাকাতেই মৃত্যুবরণ করেন সেই ছেলে। পরে কালাই পৌরসভা কলেজ পাড়া এলাকার বাসায় এসে সেই পরিবারের ছেলের বৌ, সন্তান ও বাবা বসবাস করেন। তাদের শরীরে কোন উপসর্গ না থাকলেও সন্দেহভাজন হিসেবে চলতি মাসে ২ তারিখে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা সংগ্রহ করেন। রোববার সকালে রিপোর্ট আসলে এই পরিবারের ৩ সদস্য'র শরীরে করোনা ভাইরাসের শনাক্ত পাওয়া যায়।
এই বিষয়ে কালাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের মো. তানভীর হোসেন বলেন, রোববার সকালে রোগতত্ত্ব ও রোগনির্ণয় গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মোট ১০টি নমুনার ফল এসেছে। ঐ ১০ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের নমুনা নেগেটিভ আসলেও তার মধ্যে নতুন করে তিনজনের রিপোর্ট পজেটিভ এসেছে। তারা হলেন কালাই পৌরসভার কলেজ পাড়া একই পরিবারের ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত পাওয়া যায়। আক্রান্ত ব্যাক্তিদের বয়স যথাক্রমে ২৮, ৭ ও ৬০ বছরের। তারা ঢাকা ফেরেত ছিলেন। আক্রান্তদের রোববার দুপুরে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশনে রাখা হয়েছে।