শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিগাঁও গ্রামের সহায়
সম্বলহীন হাসেন আলীর (৭৭ ) ভাগ্যে এখনো জুটেনি বয়স্ক ভাতা কার্ড। ভাগ্যাহত হাসেন আলী ওই গ্রামের আক্কু শেখের ছেলে।
গ্রামবাসীরা জানান, হাসেন আলীর এক শতাংশ জমি ছাড়া সহায় সম্বল বলতে আর কিছুই
নেই। তিনি মানুষিক ভারসাম্যহীন হওয়ায় একাধিক বিয়ে সাদি করলেও তাকে রেখে চলে
গেছে সবাই। কোন ছেলে মেয়েও নাই তার। এক শতাংশ জমি থাকলে তার ছিলো না মাথাগুজার
ঠাই। গ্রামবাসীরা মিলে সল্পমুল্যের ১২ফর্দ টিন কিনে মাথাগুজার একটু ঠাই করে
দিয়েছে। অন্যের বাড়িতে কাজকর্ম করে পেট চলতো তার। নিজেই রান্না করে খেয়ে না
খেয়ে দিন কাটায় হাসেন আলী। বয়সের ভারে কর্মহীন হয়ে পরেছেন হাসেন আলী। ফলে দিন
কাটে তার অনাহারে অর্ধাহারে। গ্রামবাসীরা কেউ দয়া করে কিছু দিলে তাই খেয়ে দিন
কাটে তার। থাকার ঘরে ছিলো না একটি চৌকি।
স্হানীয় সাংবাদিক তারিফুল আলমের দৃষ্টিগোচর হলে পরে হাসেন আলীকে তিনি ১০কেজি
চাল ও ছোট্র একটি কাঠের চৌকি কিনে দেন। ওই চৌকিতে তার সোয়ে থাকার ব্যবস্তা
হলেও সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি পরে। এসময় ঘরে থাকা কষ্ট সাধ্য ব্যপার হয়ে
পরে। করোনা পরিস্হিতি মোকাবেলায় এলাকার অনেই সরকারি সাহায্য সহযোগিতা পেলেও
হাসেন আলীর ভাগ্যে জুটেনি কোন সাহায্য সহযোগিতা। বয়স্ক ভাতা'র কার্ডের
ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে যাওয়া হয়েছিল কি না জানতে চাওয়া হলে
হাসেন আলী বলেন গত ১০ বছরে বহুবার গিয়েছি। কেউ কার্ড দেয়ার বিষয়ে না করেনি।
পরিচয় পত্রের ফটোকপিও নিয়েছেন। কিন্তু আজো তার ভাগ্যে জুটেনি একটি বয়স্ক ভাতার
কার্ড। বর্তমানে হাসেন আলী মানবেতর জীবনযাপন করে আসছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা জানান, ইতোমধ্যেই
হাসেন আলীর তালিকা ওই ওয়ার্ডের মেম্বার মারফত জমা পেয়েছি। আশা করছি খুব দ্রুতই
তিনি বয়স্কভাতার কার্ড পাবেন।