সাতক্ষীরার কলারোয়ায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকে প্রচার শুরু করেছে। শুক্রবার থেকে কলারোয়া পৌর সদর সহ উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিটি মসজিদ ও এলাকায় মাইকে প্রচার করে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টি করা হয়। শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের কলারোয়া শাখার ফিল্ড সুপারভাইজার মুহা. আসাদুল্লাহ বলেন- সাতক্ষীরা জেলা প্রশাসক এর নির্দেশক্রমে ইসলামিক ফাউন্ডেশন প্রচারনা শুরু করেছে। কলারোয়া পৌর সদর সহ উপজেলার সকল ইউনিয়নের ইফার, এফএস, কেয়ারটেকার ও অন্যান্য শিক্ষকবৃন্দরা এ মাইকে প্রচারে অংশ গ্রহন করছেন।