নেত্রকোনার দুর্গাপুর পৌরসদরের পশ্চিম বালিকান্দি গ্রামের বীরমুক্তিযোদ্ধা,অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী(কৃষি অধিদপ্তর) আব্দুল হামিদ(৭৫)লিভার সিরোসিস ও বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যুবরণ করেছেন। ১৩জুন শনিবার রাত ৯টা ৪৫মিঃ দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এমকেসিএম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠেতাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রশাসন ও দুর্গাপুর থানা পুলিশ এ বীরমুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে শোকার্তদের পরিবারের বিদেহী আত্মার শান্তি কামনায় শোক জানিয়েছেন নেত্রকোনা-১ আসনের সাংসদ মানু মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আরা ঝুমা তালুকদার,উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সাংবাদিক সমাজ,স্থানীয় বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন গুলো।