নোয়াখালীর সেনবাগে করোনায় ক্ষতিগ্রস্থ ৩শ পরিবারকে কৃষি সহায়তা নগদ অর্থ দিয়েছে "প্ল্যাটফর্ম মইশাই" নামের একটি সংগঠন। শনিবার সকালে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের মইশাই ঈদগাঁও বাজারে স্বাস্থ্য বিধি মেনে সমাজসেবক একেএম আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও চ্যানেল টোয়েন্টিফোরের বিশেষ প্রতিবেদক ফখরুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষি সহায়তা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন-৩ নং ডমুরুয়া ইউপি সদস্য আবুল কালাম আজাদ, সাবেক সদস্য ওহিদুর রহমান ও মিজানুর রহমান, গোলাম মোরশেদ হোসেন, সালেহ আহমদ, মো. সোলায়মান, জাকির হোসেন ও আলিউর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা। এসময় "প্ল্যাটফর্ম মইশাই’র " উদ্যোগে ৩শ গ্রামবাসীর হাতে ৩ লাখ টাকা তুলে দেওয়া হয়।
করোনা দুর্যোগে চ্যানেল টোয়েন্টিফোরের বিশেষ প্রতিবেদক ফখরুল ইসলাম মিলন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ গ্রাম মইশাই'র নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন। তার আহবানে সাড়া দিয়ে অনুদান দেন স্বচ্ছল ব্যক্তিরা। এরপর সংগ্রহ করা ওই অর্থ শনিবার সকালে আনুষ্ঠানিক ভাবে স্থানীয় ঈদগাহ বাজারে স্বেচ্ছাসেবকদের নিকট হস্তান্তর করা হয়। পরে স্বেচ্ছাসেবকরা গ্রামবাসীর ঘরে ঘরে গিয়ে ওই নগদ সহায়তা অর্থ পৌঁছে দেন। এ কাজে সহযোগিতা করেন গ্রামের সংগঠন সোশ্যাল ওয়েলফেয়ার , উত্তরণ ক্লাবের এবং তরুণ-যুবকরা।
এর আগে মাওলানা ইয়াসিন আরাফাত দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ইতিপূর্বে প্ল্যাটফর্ম মইশাই'র পক্ষ থেকে গ্রামে মাস্ক বিতরণ ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে হাত ধোয়ার জন্য ড্রাম স্থাপন করা হয়।