সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন মিয়া (২৫) নামের এক যুবক মৃত্যুবরণ করেছে। শনিবার সকালে সরাইল সদর ইউনিয়নের পূর্ব কুট্রাপাড়া নান্টু মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটেছে। নিহত সুজন সদর উপজেলার খাটিয়াতা গ্রামের ধনু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ঢাকাণ্ডসিলেট মহাসড়কের পাশে সরাইলের পূর্ব কুট্রাপাড়া খেলার মাঠ সংলগ্ন স্থানে নান্টু মিয়া নামের জনৈক ব্যক্তির গ্যারেজ। এই গ্যারেজে টাকার বিনিময়ে অটোরিকশার ব্যাটারির চার্জ দেওয়া হয়। অথচ সেখানকার বিদ্যুৎ সংযোগেরই নেই কোন বৈধতা। সুজন ওই গ্যারেজের একজন কর্মচারী। শনিবার বিকেল ২টার পর সুজন একটি ব্যাটারি চার্জে লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে ঘটনাস্থলেই সে মারা যায়। সুজনের মৃত্যুর পর গ্যারেজ মালিকসহ অন্যরা পালিয়ে যায়। সুজনের লাশ নিজ বাড়ি খাটিয়াতা নিয়ে যায়। বিকাল ৪টার দিকে সদর থানার পুলিশ সেখান থেকে সুজনের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।