ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা চৌদার উত্তরপাড়া গ্রামে বৃষ্টির পানি ছাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে ইমান আলী (৫০) নামের একজন নিহত হয়েছে। এই ঘটনায় নাজমুল হোসেন (২০), আবদুল আজিজ (৫৫) ও নাজমা আক্তার (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।
জানাযায় ১৩জুন সকালে ৭টা ৩০মিঃ এর সময় ফুলবাড়ীয়া ইউনিয়নের চৌদার উত্তর পাড়া মোঃ ইমান আলীর বাড়ীর উঠানে বৃষ্টির পানি জমা হয়। ইমান আলি পানি বের হওয়ার জন্য নালা তৈরি করে, ফলে পানি পাশের নাজমুলের বাড়িতে ঢুকে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ঝগড়া শুরু হয়, একপর্যায়ে ইমান আলি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। ইমান আলির বাড়ির লোকজন তাহাকে তাৎক্ষনিক ফুলবাড়ীয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার তাহাকে মৃত ঘোষনা করে।
মৃতদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংবাদ পেয়ে ফুলবাড়ীয়া থানা পুলিশের একাধিক টিম তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন সহ মূলরহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের অভিযানে নামে পুলিশ।
ফুলবাড়ীয়া থানার ওসি (তদন্ত ) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, সুপার ও সার্কেল ত্রিশাল স্যারের দিক নির্দেশনায় থানার কর্মকর্তা ইনচার্জ জনাব মোঃ আজিজুর রহমান ও আমি সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ঘটনার ৩ ঘন্টার মধ্যে ঘটনার সহিত জড়িত থাকার দায়ে আসামি ১. মোঃ নাজমুর হোসেন (২০), ২. মোঃ আবদুল আজিজ (৫৫), ৩. নাজমা আক্তার (৪০) মোট ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে।