শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ছালুয়াতলা গ্রামে কৃষক আমজাদ আলীর (৫৮) মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৬জুন সন্ধ্যা ৭টার দিকে আমজাদ আলী মরিচপুরান বোর্ড ঘর বাজারে আসে। এ সময় প্রতিবেশি দুলাল মিয়ার ছেলে রুবেল (৩৫) জমি চাষের ট্রাক্টর ভাড়ার ৩ বছরের পাওনা ৫৬৭৫/= টাকা দাবী করেন। পাওনা টাকা চাওয়া কারণে আমজাদ আলীর সাথে রুবেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এই তর্কাতর্কি দেখে সেখানে অনেক মানুষ জড়ো হয়ে যায় এবং সেখানে সবাই তাদের দুজনকে ফিরিয়ে দেয় এবং দুজনকেই উপস্থিত সবাই চলে যেতে বলে। রুবেল বাজার থেকে চলে যায় কিন্তু কিছুক্ষন পরেই আমজাদ আলী বুকে চাপ অনুভব করলে বাজারের উত্তর পাশে মুক্তিযোদ্ধা আতশ আলীর ছেলে ছায়েদুলের সার বিষের দোকানে যায়। সেখানে গিয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে সবাই ধরাধরি করে পানি ঢেলে হুশ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে নালিতাবাড়ী হাসপাতালে নেওয়ার সময় তিনি মৃত্যু বরন করেন। এ ঘটনায় আমজাদ আলীর ছেলে ছায়েদুল বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
প্রত্যেক্ষদর্শী বোর্ডঘর বাজারের সবজি বিক্রেতা হাকিম উদ্দিন (৭০) বলেন, আমি সেদিন বাজারেই সবজি বিক্রি করছিলাম। সন্ধ্যা ৭টার দিকে রুবেল ও আমজাদ আলীর সাথে টাকা নিয়ে তর্কাতর্কি হয়। সেখানে অনেক মানুষ থাকায় তাদের মধ্যে কোন হাতাহাতি হয়নি। রাস্তার দু পাশ থেকেই তর্কাতকি চলছিল। পরে মানুষজন তাদের দুজনকে যার যার বাড়িতে চলে যেতে বলে। রুবলে চলে যায় কিন্তু আমজাদ বাজারের সায়েদুলের দোকনে গিয়ে অসুস্থ হয়ে পরে। কিছুক্ষন পরে আমজাদ কে নালিতাবাড়ী হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যু বরন করেন।
প্রত্যেক্ষদর্শী বোর্ড ঘর বাজারের সার দোকান মালিক ছায়েদুল ইসলাম বলেন, আমার দোকানে সেদিন হালখাতা চলছিল আমি দোকানেই ছিলাম। সন্ধ্যা ৭ টার দিকে রুবলে ও আমজাদ আলীর মাঝে টাকা নিয়ে তর্ক চলছিল। আমরা সবাই শুনছিলাম। এ সময় তাদের কথা শুনে আরো অনেক মানুষ জড়ো হয়ে যায়। এখানে কোন ধরনের হাতাহাতি হয়নি। সবাই তাদের বাড়ী চলে যেতে বলে। সে সময় রুবেল চলে যায়। পরে আমজাদ আলী হঠাৎ বুকে চাপ অনুভব করে এবং আমার দোকানে আসে। আমরা সবাই তাকে সুস্থ করার জন্য মাথায় পানি ঢালি। কিন্তু সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে নালিতাবাড়ী হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যু বরন করে।
আমজাদ আলীর ছেলে সায়েদুল ইসলাম বলেন, আমি এ ব্যাপারে থানায় অভিযোগ করেছি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল বলেন, পোষ্টমর্টেম রিপোট আসলেই এ ব্যাপারে বলা যাবে।