চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুরস্থ সাতবাড়িয়া-নাজিরহাট সড়কের মাষ্টার পুকুর পাড় সংলগ্ন এলাকায় শনিবার সকালে আলী জব্বার (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। নিহতের শরীরে ও মুখমন্ডলে জখমের চিহ্ন রয়েছে। সে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ হাছনদন্ডী গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে এবং দুই কন্যা সন্তানের জনক বলে জানা গেছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করেন। কর্মকর্তা ইনচার্জ কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।