গত ১২জুন শুক্রবার দিবাগত সন্ধ্যা রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের ১৬৭জনের নমুনা পরীক্ষায় আরও ১৯ জন নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছেন। তার মধ্যে জামালপুর সদর ৯জন,মাদারগঞ্জ ১জন, মেলান্দহ ৪জন, দেওয়ানগঞ্জ ৫জনসহ মোট ১৯জন। বর্তমানে উপজেলা ভিক্তিক আক্রান্ত জামালপুর সদর ১২৭জন, ইসলামপুর ৭৩জন, সরিষাবাড়ী ৩৭জন, মেলান্দহ ৬৩জন, মাদারগঞ্জ ২৬জন, বকশীগঞ্জ ৪৬জন এবং দেওয়ানগঞ্জ ৩২জন। জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত হয়েছেন ৪০৪জন। এপর্যন্ত সুস্থ হয়েছেন সর্বমোট ১৫৭ জন। মৃত্যু হয়েছে ৫জন। (চিকিৎসাধীন ২ জন, মৃত্যুর পর নমুনায় ৩ জন।