এলাকাবাসী ও থানাসূত্রে জানা গেছে, উপজেলার উত্তর মহেশপুর ভোলার চর গ্রামের রেজাউলের স্ত্রী লয়মন বেগম(৩৬) তার এক জা সহ শুক্রবার দুপুরের দিকে পুকুর ঘাটে কাপড় কাঁচতে যায়, লয়মন বেগমের কাপড় কাঁচা শেষ না হওয়ায় তাকে রেখে অপর জা বাড়িতে আসে পরে লয়মন বেগমের বাড়িতে আসতে দেরী হওয়ায় তার জা এবং আরো প্রতিবেশী পুকুর ঘাটে এসে দেখতে পায় লয়মন বেগম পানিতে ভাসছে, সবাই মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। এব্যাপারে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান এর বরাত দিয়ে বলেন, মহিলাটির আগে থেকেই মৃগীরোগ ছিল বিধায় তাকে দাফনের অনুমতি প্রদান করা হয়েছে, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।