যশোরে আরও ১১ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে যশোরের ৫৮টি নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। শুক্রবার সকালে এ ফলাফল প্রকাশ করা হয়।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, এই জেলার পজেটিভ হিসেবে শনাক্ত হওয়া নমুনাগুলোর মধ্যে সদর উপজেলার চারটি, অভয়নগরের চারটি, শার্শার দুটি এবং ঝিকরগাছার একটি রয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল যশোর জেলার সিভিল সার্জনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।