কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক পৌর কাউন্সিলর সহ নতুন আরো ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে সুস্থ হয়েছে ২৩ জন। এ নিয়ে পুরো উপজেলায় মোট ৭৫ জন করোনা আক্রান্ত। এ পর্যন্ত মারা গেছে ২ জন। সুস্থ হয়েছে ৩৭ জন। শুক্রবার বিকেলে করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। নতুন আক্রান্তরা হলো পৌর সদরের হরিপুর গ্রামের ৩ জন, নাওগোদা গ্রামের সাবেক পৌর কাউন্সিলর, ঢালুয়া ইউপির চৌকুড়ি গ্রামের ৪ জন ও হেসাখাল ইউপির হেসাখাল গ্রামের ১ জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেব দাস দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলায় এ পর্যন্ত ৭৫০ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত ৬৮০ জনের করোনা রিপোর্ট পাওয়া গেছে। ৭০ জনের রিপোর্ট বাকি রয়েছে। এ নিয়ে পুরো উপজেলায় ৭৫ জনের শনাক্ত হয়েছে।