জামালপুরের মেলান্দহে কৃষক রিপন মিয়ার (৩৮)’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রিপন মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামের ফুলু মিয়ার ছেলে বলে জানা গেছে।
মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ জানান-লোকমুখে শুনেছি সে আত্মহত্যা করেছে।
রিপনের স্ত্রী আনোয়ারা বেগম জানান-১১ জুন বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনি বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন রোগাগ্রস্থ ছিলেন।
মেলান্দহ থানার কর্মকর্তা ইনচার্জ রেজাউল করিম খান জানান-১২ জুন সকালে একই গ্রামের আলতাফুর রহমানের বাড়ির পাশে একটি গাছের সাথে রিপনের ঝুলন্ত মৃতদেহ স্থানীয়দের নজরে আসলে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার শেষে জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।