মুন্সীগঞ্জে শুক্রবার (১২ জুন) নতুন করে আরো ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৪৬৮ জনের শনাক্ত হলো। সুস্থ হয়েছে মোট ৩৪৬। মারা গেছে ৩৪ জন।
জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ বলেন, নতুন শনাক্ত ৭৭ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ২১ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৬ জন, সিরাজদিখান উপজেলায় ১৮ জন, লৌহজং উপজেলায় ১৯ জন ও শ্রীনগর উপজেলায় ৪ ও গজারিয়া উপজেলায় ৯ জনের করোনা শনাক্ত রোগী রয়েছে।
এ পর্যন্ত পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ৬৯১৭ টি। রিপোর্ট পাওয়া গেছে ৬৪৩০ টি নমুনার। জেলায় সর্বমোট ১৪৬৮ জনের করো শনাক্তের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৬২৮ জন,সিরাজদিখান উপজেলায় ২১৯ জন, লৌহজং উপজেলায় ২১৩ জন, শ্রীনগর উপজেলায় ১৫২জন, গজারিয়া উপজেলায় ১৪২ জন ও টঙ্গীবাড়ি উপজেলায় ১১৪ জন।
জেলায় মোট ৩৪ জন মারা গেছে এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ২০ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৬ জন, লৌহজং উপজেলায় ৪ জন, সিরাজদিখান উপজেলায় ৪ জন এবং শ্রীনগর উপজেলায় ১ জন। গজারিয়া উপজেলায় কেউ মারা যায়নি।
এদিকে পিসিআর লাব স্থাপনের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েও কার্যকর কোন পদক্ষেপ না নেয়ায় জেলার সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে।