গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছ ভর্তি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে সজল রায় (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন।
শুক্রবার কোটালীপাড়া উপজেলার রুথিয়ারপাড় গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সজল রায় কোটালীপাড়া উপজেলার রুথিয়ারপাড় গ্রামের অমর রায়ের ছেলে। সে ফরিদপুরের রাজেন্দ্র কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
কোটালীপাড়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, নিহত সজল রায় ও তার বাবা অমর রায় নিজেদের পুকুরের মাছ একটি পিকআপ ভর্তি করে বিক্রির জন্য যাচ্ছিলেন।
এসময়, তাদের বহনকৃত পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে নিজেদের পুকরে পড়ে গেলে সজল ঘটনাস্থলে নিহত হয়। এ সময় তার বাবা অমর রায় আহত হন। নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।