নোয়াখালীর সেনবাগের উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে উত্তর রাজারামপুর গ্রামের উপসর্গ নিয়ে মৃত্যু বরণকারী শাহাবুদ্দিন ভুঞার লাশ দাফন করলেন সেনবাগ উপজেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের আব্বাস আলী পাটোয়ারী বাড়ির শাহাবুদ্দিন ভুঞা।
চট্টগ্রাম থেকে রাত ১ টার দিকে শাহাবুদ্দিন ভুঞার লাশ পৌছে নিজ বাড়িতে। কিন্তু তিনি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন এই কারণে লাশ দাফনে এগিয়ে আসেনি আশপাশে^র কেউ। লাশটি পড়ে ছিলো রাত ৩টা পর্যন্ত বাড়ির ওঠানে।
এরপর খবর পেয়ে সেনবাগ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান ও সাধারণ সম্পাদক মাজেদুল হক তারভিরের নেতৃত্বে সহপাটি বন্ধুদেও সম্বনয়ে একটি টিম গঠন করে তারা কবর খোড়া, লাশের গোসল জায়নাজা শেষে পরিবারের সদস্যদেও উপস্থিতিতে শাহাবুদ্দিন ভুঞার লাশ কবরস্থ করে তারা।
ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া শাহাবুদ্দিন ভুঞার লাশ রাত ৩টা পর্যন্ত দাফনে কেউ এগিয়ে আসেনী। তারা খবর পেয়ে মানবিক দিক বিবেচনায় সেনবাগ উপজেলা ছাত্রলীগ মৃত ব্যক্তির, জায়নাজা সহ দাফন কাজ সম্পন করে।এসময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগ সাধারন সম্পাদক মাজেদুল হক তানভীর, জিয়া উদ্দিন, আবু শোয়েব, রাব্বি রাহান, ফাহাদ আলমসহ কয়েকজন এ কাজে অংশগ্রহণ করে। রিগান আরো জানান এই মহামারীতে কেউ যদি এমন বিপদে পড়ে, তাহলে ছাত্রলীগ তাদের পাশে থাকবে।