জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন উপ সহকারী মেডিক্যাল অফিসারসহ নতুন করে আরো ৪জন করোনায় আক্রান্তÍ হয়েছেন। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ৭৪জনের। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তাহের জানায়, গত ১১ জুন সন্ধ্যয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার ফলাফলে উপজেলার একজন উপ সহকারী মেডিক্যাল অফিসার(৩২), একজন ওষুধ বিক্রয় প্রতিনিধি (২৮) একজন ব্যবসায়ী (৩৫),একজন ক্ষুদ্র ব্যবসায়ী(৩২)সহ নমুনায় ৪জনের করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ৮জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এছাড়াও পুরাতন আক্রান্ত একনারীর দ্বিতীয় ফলাফলে আবারো পজেটিভ এসেছে।
উল্লেখ্য যে,ইসলামপুর উপজেলায় দুইজন পোশাক শ্রমিক নারী হঠাৎ মৃতুর পর নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণের বিষয়টি ধরা পড়ে।