বাংলাদেশের সর্বদক্ষিণে খুলনার কয়রা থানক পুলিশ এখন উপজেলার সর্বত্রই প্রশংসিত। তাদের মানবিক কার্যক্রম ও দূর্যোগ মুহুর্তে মানুষের পাশে থেকে ত্রান ও মানবিক সাহায্য প্রদান, মানুষের মনে সেবক পুলিশের আস্তা অর্জন করেছে। জেলা পুলিশ সুপার শফিউল্লাহ এর নির্দেশে কয়রা থানা পুলিশের কর্মকর্তা ইনচার্জ মোঃ রবিউল হোসেন কয়রা থানা পুলিশের সকল সদস্যদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি কয়রার পানি বন্দি মানুষের পাশে থেকে যে সহযোগিতা করেছে তা কয়রার সকল মানুষের কাছে প্রশাংসা পেয়েছে। এখন কয়রা থানার পুলিশ মানবিক সাহায্য জনগণের কাছে পৌছে দিচ্ছেন সর্বদাই। বিশ্ব জুড়ে আতঙ্ক মহামারী করোনাভাইরাস মারাত্নক আকার ধারন করা সময়ে,ঠিক সেই সময়ে মরার ওপর খাড়ার ঘা আম্পান। আম্পানে কয়রা উপজেলার ৪ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় মানবতার জীবন যাপন করছে। তাদের পাশে কয়রা থানার মানবিক পুলিশ সদস্য সাধ্যমত সহায়তার হাত বাগিয়ে দিচ্ছে। করোনার শুরেতে ৮ই মার্চ থেকে মানবিক পুলিশ বর্তমানে ঘূর্ণিঝড় আক্রান্ত উপজেলা ইউনিয়ন, গ্রাম,গুলোতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট ও ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ নির্মাণে স্থানীয়দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে কয়রা থানা পুলিশ। পাশাপাশি দুর্যোগ কবলিত এলাকাগুলোতে প্রয়োজনীয় খাদ্য সহায়তা দিচ্ছে পুলিশ। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিচ্ছেন কয়রা থানা পুলিশ। জনসাধারণকে সেবা প্রদান করে উপজেলার মানুষের কাছে শতভাগ আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা সার্বিক দেখভাল করা,ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের কাজ করা, করোনা কালিন পানিবন্ধী অবস্থায় জীবনের চরম ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত রাস্তাঘাটে পথে ও প্রান্তরে থেকে আইনশৃঙ্খলার উন্নয়নে অবদান রেখে চলেছেন। ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার বলেন, কয়রা থানা পুলিশ বানভাসী মানুষের কল্যাণেসব সময় কাজ করে চলেছে। বাঁধ বাধার সময় কয়রার সকল দোকান পাঠ বন্ধ করে দেওয়া, গাড়ী চলাচল বন্ধ করে দিয়ে মানুষের বুঝিয়ে কাজ করার জন্য আহবান করে যে ভাবে মানুষের বাধে নিয়ে যাওয়ার ব্যাপারে পুলিশ যে ভাবে সহযোগিতা করেছে তা অবশ্যই প্রশংসনীয়। কয়রা থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ রবিউল হোসেন জানান,পুলিশ একমাত্র প্রতিষ্ঠান যারা জনগনের সবচেয়ে কাছাকাছি থেকে দায়িত্ব পালন করে। সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পান ও করোনা পরিস্থিতিতে পুলিশ মানুষের কাছাকাছি থেকে দায়িত্ব পালন করার সুবাধে মানুষের সকল কষ্টের বিষয়টি অনুধাবন করতে পেরেছে। মূলত এই ধারণা থেকেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়রা থানা পুলিশ জনগণের সাথে থেকে জনগণের সবধরনের দুঃখ লাঘবে জনগনের পাশে থেকে কাজ করছে। তিনি কয়রায় মানুষের মাঝে সেবামুলক কাজ সব সময় করতে পারে তার জন্য সকলের সহযোগিতা কামনা করেছে।