জামালপুরের দেওয়ানগঞ্জে করোনার উপসর্গ নিয়ে নারায়নগঞ্জ ফেরত কোহিনূর বেগম (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চরবাদুরাবাদ বাজার গ্রামে নিজ বাড়ীতে তিনি মারা যান।
কোহিনূর বেগম এর পরিবারের লোকজন জানায়, বুধবার বিকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে দুই সন্তান নিয়ে দেওয়ানগঞ্জে তার স্বামী আব্দুল মিয়ার বাড়িতে আসেন। পরে আজ দুপুরে তার নিজ বাড়িতে মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু আহমেদ সাফি বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন ওই নারী। করোনা সন্দেহে মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আই ই ডিসি আর এর নিয়ম অনুযায়ী দাফন সম্পন্ন করা হবে।