১১ জুন ২০২০, করোনা মহামারিতে দিশেহারা বিশ্ব অর্থনীতি। কর্মহীন হয়ে পড়েছে বিশাল জনগোষ্ঠী। থেমে গেছে জীবনের গতি। এ রকম এক পরিস্থিতিতে অর্থনীতির ক্ষত সারানোর পাশাপাশি মানুষের জীবন-জীবিকা রক্ষার চ্যালেঞ্জ নিয়ে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামের শ্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে কৃষি, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ায় ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমূলক ও ব্যবসা সহায়ক বলে মনে করছে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই)। সংগঠনটির মতে, এ বাজেট ব্যবসাবান্ধব এবং করোনায় ক্ষতিগ্রস্থ দেশের অর্থনৈতিক মহামন্দাকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, খাদ্য ও সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নানা ধরনের কৃষি ও খাদ্যবান্ধব কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণ, ক্ষতিগ্রস্ত শিল্প, ব্যবসা-বাণিজ্যকে পুনরুদ্ধার করাসহ দেশীয় প্রযুক্তিতে কৃষি যন্ত্রপাতি, মোবাইল ফোন, স্বাস্থ্য সুরক্ষায় করোনা পরীক্ষার কিট, হ্যান্ড স্যানিটাইজার তৈরি, মাস্ক, সুরক্ষা পোশাকসহ প্রয়োজনীয় বেশ কিছু মেডিকেল পণ্য আমদানিতে সব ধরনের শুল্ক মওকুফ করায় করোনা রোগীদের কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু মনে করেন।
এছাড়া বাজেটে করোনাকালে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ানোর ফলে নি¤œধ্যবিত্ত ও চাকরিজীবীরা উপকৃত হবে। বাজেটে করমুক্ত আয়ের সীমা ৫০ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ টাকা করা, মহিলা, প্রতিবন্ধী ও গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের সীমা বৃদ্ধি, সর্বোচ্চ করহার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা, সর্বনি¤œ করহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা, স্থানীয় শিল্প স্থাপনে উৎসাহ দেওয়ার লক্ষ্যে বেশকিছু খাতে আমদানি শুল্ক ছাড়, বিনিয়োগ আকর্ষণ করতে কয়েকটি খাতে কর অবকাশ সুবিধা, অপেক্ষাকৃত ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার লক্ষ্যে বিদ্যমান টার্নওভার ট্যাক্স কমানো, বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে ৫ শতাংশ ঠিক রেখে শিল্পের আমদানির ক্ষেত্রে তা কমিয়ে ৩ শতাংশ করা, রাজস্ব আদায় বাড়াতে কর ও ভ্যাট আইনে সংস্কার, বিনিয়োগ উৎসাহিত করতে করপোরেট কর (নন্লিস্টেড) কোম্পানির ক্ষেত্রে করহার ৩৫ থেকে কমিয়ে সাড়ে ৩২.৫ শতাংশ নির্ধারণ করা, ঋণ পুনঃ তফশীল করার সুযোগ, প্রতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ গ্রহন, রপ্তানিমুখী গ০.৫ শতাংশ হ্রাস করা হয়েছে, ফলে বৈদেশিক বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে এর ফলে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অনেকাংশে বৃদ্ধি পাবে।
রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা চৌধুরী টিটু আরো বলেন, প্রবৃদ্ধির গতি বাড়াতে হলে বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। সম্প্রতি সরকার ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন যা প্রয়োজনের তুলনায় নিত্যন্ত কম। তাই তিনি করোনায় ক্ষতিগ্রস্থ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পরিমাণ বিবেচনা করে সংশোধিত বাজেটে অধিক হারে প্রনোদনা বৃদ্ধির আহ্বান জানান।
করোনাকালে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তাবিত বাজেটে কৃষিকে অত্যধিক গুরুত্ব দিয়ে বরাদ্দের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্ব দেয়ার ফলে কৃষি খাত খাদ্য উৎপাদনে আরো ব্যাপক ভূমিকা রাখবে বলে রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু মনে করেন। এছাড়া তিনি বলেন, রংপুর বিভাগের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। তাই তিনি সংশোধিত বাজেটে রংপুর বিভাগে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প জোন স্থাপনের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সুদৃষ্টি আকর্ষণ করেন।
বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার যে প্রস্তাব করা হয়েছে তাতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হবে মন্তব্য করে রংপুর চেম্বারের সভাপতি ঘাটতি পূরণে ব্যাংক খাতের ওপর নির্ভরশীলতা কমিয়ে বৈদেশিক উৎস, অবকাঠামো তহবিল, অবকাঠামো বন্ড ও অন্যান্য আর্থিক উপাদানের ওপর জোর দেওয়ার অনুরোধ জানান। কেননা বেসরকারি খাত বাধাগ্রস্থ হলে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাধাগ্রস্ত হবে।
বিনিয়োগ বাড়াতে শর্ত সাপেক্ষে অপ্রদর্শিত বা কালো টাকা বিনিয়োগের সুযোগকে স্বাগত জানিয়ে মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, অপ্রদর্শিত টাকা জমি, ফ্ল্যাট, শেয়ারবাজার, স্টক ডিভিডেন্ড, মিউচুয়াল ফান্ড, বন্ড, ডিভেঞ্চার খাতে বিনিয়োগের সুযোগ দেওয়ার ফলে অর্থপাচার বন্ধ হবে, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই তিনি অর্থনৈতিক উন্নয়নের নামে দুনীর্তির মাধ্যমে টাকা পাচার রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান। এর ফলে প্রয়োজন হবে না টাকা ছাপানোর। মুদ্রাস্ফীতি ও হতদরিদ্র বাড়বে না। আবার সংকটে ত্রাণ নয়, মানুষকে কাজ দিয়ে বাঁচানো যাবে। এছাড়া প্রস্তাবিত বাজেটে পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা রোধে বাড়তি করারোপের বিধান আরোপ করায় আন্ডার ইনভয়েসিং-ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার রোধ কমে যাবে ।
প্রস্তাবিত বাজেটে ২০৪১ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন, উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার ব্যাপক পরিকল্পনা থাকলেও সারাদেশে প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বাড়লেও রংপুর বিভাগে পাল্লা দিয়ে বাড়ছে দারিদ্র্য। তাই এবারের প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রংপুর অঞ্চলের দারিদ্র নিরসন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রংপুর বিভাগের জন্য পোশাক ও কৃষি ভিত্তিক শিল্প জোন গড়ে তোলার পাশাপাশি উন্নয়ন বৈষম্য দূরীকরণে রংপুর বিভাগের আট জেলার উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখার পাশাপাশি এ বিভাগের শিল্পায়নে আলাদা ঋণ, কর ও ভ্যাট নীতি প্রণয়ন, রংপুরে প্রস্তাবিত স্পেশাল ইকোনমিক জোন ও আইটি পার্ক স্থাপন, উত্তরাঞ্চলের উন্নয়নের স্বার্থে ‘‘নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি’’ গঠনের মত বিষয়গুলো অর্ন্তভূক্ত থাকা উচিত ছিল বলে তিনি রংপুর চেম্বার মনে করে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, বাজেটে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রংপুর বিভাগের ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের জন্য তেমন কোন সুযোগ-সুবিধা ও অর্থ বরাদ্দের প্রস্তাব না থাকায় রংপুর চেম্বার হতাশ। তাই রংপুর অঞ্চলের দারিদ্র্য নিরসন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রংপুর চেম্বারের প্রস্তাবগুলো সংশোধিত বাজেটে অন্তর্ভূক্ত করার জন্য রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি আকর্ষণ করেছেন।
পরিশেষে রংপুর চেম্বারের সভাপতি বলেন, প্রবৃদ্ধি কত হলো, আগামীতে কত হবে, এসব বিতর্কের চাইতে মানুষের জীবন রক্ষাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। পাশাপাশি অর্থনীতির চলমান সংকট থেকে উত্তরণে বাস্তবমুখী পরিকল্পনা নিতে হবে। টিকে থাকাই আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ। জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে পদক্ষেপ নিতে হবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাজেটের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ অর্জনের নিমিত্তে বেসরকারী বিনিয়োগে প্রাণ ফেরানো, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের দাম সহনীয় রাখাসহ আঞ্চলিক বৈষম্য নিরসনে সরকারের বিভিন্ন পরিকল্পনা, পন্থা, অর্থের সুষম বণ্টন, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কর্মসূচি ও কৌশল এমনভাবে বাস্তবায়ন করতে হবে যাতে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ইতিবাচক সুফল বয়ে আনতে পারে রংপুর চেম্বার সে কামনা করে ।