সমাজের পিছিয়ে পরা সুবিধা বঞ্চিত দু:স্থ ও প্রতিবন্ধীদের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে অগ্রনী ভূমিকা পালন করছে বকশীগঞ্জের মালিরচর মৌলভী পাড়ায় প্রতিষ্ঠিত দু:স্থ্য, প্রতিবন্ধী, কারিগরি, শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র। সমাজসেবা অধিদপ্তরের তালিকাভূক্ত বকশীগঞ্জের সততা জনকল্যাণ সংস্থার নিবার্হী পরিচালক খাইরুল ইসলাম রঞ্জুর নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে ঐ প্রতিবন্ধী শিক্ষা কারিগরি ও প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। ২০১৩-২০১৪ অর্থ বছরের ৩৫ জন শিক্ষার্থী দিয়ে যাত্রা শুরু হয় ওই প্রতিবন্ধী শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের। বর্তমানে এ প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণ, হস্তশিল্প নকশীকাঁথা দর্জি বিজ্ঞান, মোবাইল সার্ভিসিং, খাদ্য প্রক্রিজাতকরণ সহ বিভিন্ন ট্রেড কোর্সে ১৬০ জন দু:স্থ্য ও প্রতিবন্ধী শিক্ষার্থীর জীবন মান উন্নয়নের প্রশিক্ষণ চলছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াবহতা চলাকালেও এই প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকদের সহায়তায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী প্রদান করা হয়। ওই প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরাও এগিয়ে এসেছে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী নিয়ে মানবতার সেবায়। তাদের হাতের তৈরী মাস্ক বিনামূল্যে বিতরণ হচ্ছে বকশীগঞ্জের বিভিন্ন সেক্টরে। তাছাড়াও এই প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে থেরাপি, প্রেশার মাপা, ওজন মাপা সহ নানা প্রকার স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদের নেক নজরে পরিচালিত হচ্ছে ওই প্রতিবন্ধী শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রটি। তিনি এলাকায় এলেই প্রতিবন্ধী শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে পদধুলি দিয়ে থাকেন ওই প্রতিবন্ধী শিক্ষা কেন্দ্রে। এলাকার উদিয়মান সমাজসেবক ব্যারিষ্টার সামির ছাত্তার, উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদার, উপজেলা মাধ্যমিক ও উপজেলা শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এই প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করে প্রতিবন্ধীদের মানব সম্পদে রূপান্তর করার জন্য প্রতিষ্ঠানটি সরকারিকরণের জন্য প্রত্যাশা করেছেন।