রংপুরের পীরগঞ্জ উপজেলায় ব্যাপক সম্ভাবনাময় মৎস্যখাত নানামূখী সমস্যায় কার্যত সাফল্যে পৌছাতে পারছে না। এর বড় প্রতিবন্ধকতার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে- প্রভাবশালী মহল কর্তৃক বিল-ঝিল সমূহ দখলে নেয়া ও মৎস্যজীবি পরিবারদের অর্থনৈতিক অভাব এবং সরকারিভাবে তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা এবং সর্বোপরি নিষিদ্ধ ঠুসিজালে নির্বিচারে পোনা মাছ আহরন। পীরগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলীর সাথে কথা বলে জানা গেছে, ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় প্রতি বছর মাছের চাহিদা রয়েছে ৬ হাজার ৫৯৩ দশমিক ৮৬ মেঃ টন। এর মধ্যে ঘাটতি থেকে যাচ্ছে ৩ হাজার ৬২৭ দশমিক ১০ মেঃ টন। অথচ পীরগঞ্জের সরকারি-বেসরকারি ৮৭টি বিল-ঝিলের মধ্যে শুধুমাত্র নিম্নে বর্ণিত ৪টি বিল যথাক্রমে- ৪৮ দশমিক ২৪ একরের আত্রাই বিল, ৫৪ দশমিক ১৪ একরের বড় বিলা বিল, ৬৩ দশমিক ২২ একরের চাপুনদহ বিল এবং ১২৯ দশমিক ৩৭ একরের বাবনীর বিলে পরিকল্পিত ভাবে মৎস্যচাষ করা সম্ভব হলে উপজেলায় স্থানীয় ভাবে মাছের চাহিদা পূরণ করে বাইরের জেলা-উপজেলা সমূহে মাছ সরবরাহ করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন সম্ভব। তথ্যমতে, পীরগঞ্জে সরকারি ও বেসরকারি পুকুর, দিঘী, বেসরকারী বাণিজ্যিক মৎস্য খামার, খাঁচায়, ধান ক্ষেতে সমাজ ভিত্তিক, প্লাবন ভূমিতে গলদা চিংড়ির চাষ, সরকারি ও বেসরকারি বিলে মৎস্য চাষ, খাল-নদী এবং বেসরকারি নার্সারীসহ ৫ হাজার ৭’শ ৪৯টি খাতে ২ হাজার ৩৭৫ দশমিক ৩৪ হেক্টর আয়তনের মধ্যে মাছ উৎপাদনের পরিমাণ ২ হাজার ৯৬৬ দশমিক ৭৬ মেঃ টন। যা চাহিদার তুলনায় অত্যন্ত নগন্য। সংশ্লিষ্ট দপ্তরের পরিসংখ্যান মতে,পীরগঞ্জ উপজেলায় মৎস্যজীবি পরিবার রয়েছে- ২ হাজার ৭৩টি। ইতিমধ্যে বিলগুলোর অধিকাংশ স্থান প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় এবং প্রয়োজনীয় খননের অভাবে খাল-বিলগুলো ভরাট হয়ে যাওয়ায় নির্দিষ্ট সময়ের পূর্বেই এগুলো শুকিয়ে যাচ্ছে। ফলে মৎস্যজীবিদের দুর্দিন কাটছে না। তারা বাধ্য হয়েই অন্য পেশা বেছে নিচ্ছে কেউ কেউ। যে কারণে পীরগঞ্জের মানুষকে সারা বছরেই বাইরের জেলা সমূহ থেকে আমদানী করা মাছের উপর নির্ভর করতে হয়। প্রাপ্ত তথ্যমতে, পীরগঞ্জকে মৎস্য নির্ভর করতে হলে প্রথমে বিল-ঝিল, নদী-নালা, পুকুরগুলোকে দখলমুক্ত করতে হবে। এর পরেই সহজ শর্তে মৎস্য পরিবারের মধ্যে ব্যাংক ঋণের ব্যবস্থা করন ছাড়াও মৎস্যজীবি ও ব্যবসায়ীদের প্রশিক্ষণের ব্যবস্থা করণ, সহকারিভাবে হ্যাচারী/নার্সারী স্থাপন করে পোনা উৎপাদনের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি উপজেলায় মৎস্য আড়ৎ স্থাপনসহ মৎস্যজীবিদের নামে বিল-ঝিলসহ সমস্ত জলাশয় নিয়ে দখলবাজদের দায়েরকৃত মামলার দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হলেই মৎস্য উৎপাদনে নিয়োজিতরা আরো সক্রিয় হয়ে ওঠার সুযোগ পাবে। এতে রংপুরের এই পীরগঞ্জ উপজেলা হয়ে উঠবে সম্ভবনাময় এক মৎস্যখাত ।