দেবহাটার কুলিয়া ব্রীজ সংলগ্ন আলআমিন হ্যাচারী এন্ড নার্সারীটি সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্নিঝড় আম্ফানে লন্ডভন্ড হয়ে গেছে। এতে ঐ হ্যাচারীটির মেশিনারীজ যন্ত্রপাতিসহ হ্যাচারীটির ছাউনি উড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আর সহায় সম্বল হারিয়ে পরিবার পরিজন নিয়ে বসে বসেছেন হ্যচারীটির মালিক দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের আব্দুল আলিম। আব্দুল আলিম জানান, তার পরিবারে ছেলে মেয়ে, ভাই, মা, বাবাসহ সবাই একত্রে বসবাস করেন। তার ছেলেরা পড়াশুনা করে। বড় ছেলেটি মেধাবী হওয়ায় তার পড়াশুনার খরচ বেশী। গত ২/৩ বছর আগে তার বড় ছেলেটির বুকের ভাল্ব নষ্ট হয়ে যাওয়ায় ভারত থেকে চিকিৎসা করাতে অনেক টাকা খরচ করে ফেলেন। তিনি গত কয়েকবছর আগে ধার দেনা করে কুলিয়া ব্রীজের পাশে একটি হ্যাচারী এন্ড নার্সারী করেন। সেখান থেকে কোন মতে তার সংসার চলত। কিন্তু ঘূর্নিঝড় আম্ফানে তার নার্সারীটির অনেক ক্ষতি করে দিয়ে গেছে। ঝড়ে মেশিনপত্র ভেঙ্গে গেছে এমনকি নার্সারীটির ছাউনি সম্পূর্ন উড়ে নিয়ে গেছে। এতে তার আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে বসে বসে গেছেন। অনেক কষ্ট করে তার জীবন অতিবাহিত হচ্ছে। পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে জীবন কাটাচ্ছেন। তাই আব্দুল আলিম সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সাহায্যের আবেদন করেছেন।