দেবহাটায় যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে ন্যাশনাল সার্ভিসের কর্মীদের সঞ্চয়ী টাকা ছাড় করতে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের লাঞ্চিত করাসহ অবরুদ্ধ করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এসব অভিযোগ উঠেছে উপজেলা অতিরিক্ত যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম ও ন্যাশনাল সার্ভিসের ৭ম পর্বের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শাস্তিমূলক বহিস্কার ও বদলি হওয়া অফিস সহায়ক আব্দুর রশিদ ও কতিপয় কয়েকজন ন্যাশনাল সার্ভিসের কর্মীর বিরুদ্ধে। এ বিষয়ে তথ্য নিতে বুধবার দুপুর ১২ টার দিকে যুব উন্নয়ন কর্মকর্তার কার্য্যালয়ে গেলে কর্মরত সাংবাদিকদের লাঞ্চিত করার পাশাপাশি দূর্নীতি ঢাকতে ঐ কর্মচারীকে দিয়ে মিথ্যা নাটক সাজায় দুর্নীতি পরায়ন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম। উপজেলার কর্মরত কিছু সংবাদকর্মী দূর্নীতি পরায়ন কর্মকর্তা কামরুল ইসলামের কার্য্যালয়ে তথ্য নিতে গেলে ক্যামেরা দেখে উত্তেজিত হয়ে অকথ্য ভাষা ব্যবহার করতে থাকে কর্মকর্তা কামরুল ইসলাম। একজন সরকারী কর্মকর্তার এধরনের আচরনে উপস্থিত সাংবাদিকসহ অফিসে আগত সেবা প্রার্থীরা হতবাক হয়ে যান। যুব কর্মকর্তা কামরুলকে অনিয়মের কথা বলতেই চেয়ার থেকে উঠেই এক সংবাদকর্মীকে তেড়ে মারতে ছুটে আসে এবং বলেন বাহিরে যান। এসময় সংবাদ কর্মীদের পক্ষ থেকে ঐ কর্মকর্তাকে অফিসটি আপনার নিজের সম্পদ কিনা জানতে চাইলে নিজের চেয়ারে বসে তিনি বলেন, এটি আমার পৈত্রিক সম্পত্তি। এরপর তিনি তারই অফিসের কর্মচারী আব্দুর রশিদকে দিয়ে মিথ্যা নাটক সাজিয়ে উল্টো সাংবাদিকদের উপর দোষারোপ করতে থাকেন। তবে অফিস সহায়ক রশিদ তখন এক এক সময় এক এক জনকে দোষারোপ করতে থাকে। তার কথার অমিল সবাই প্রত্যক্ষ করেন। এযেন চোরের মায়ের বড় গলা। অসৌজন্যমূলক আচরণের বিষয়ে জানতে চাইলে আবারো উত্তেজিত হয়ে তার অফিসে সাংবাদিকদের আসা নিষেধ বলে তিনি জানান। এমনকি এই অফিস তার পৈত্রিক সম্পত্তি বলে দাবি করে কর্মচারীদের দিয়ে কর্মরত সাংবাদিকদের তার কক্ষে আটকে রাখার হুমকি দিতে থাকে এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন যুব কর্মকর্তা। এবিষয়ে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু জানান, কালিগঞ্জ উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম দেবহাটায় অতিরিক্ত দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ব্যক্তি তার অনিয়মের বিষয়ে অভিযোগ করেন। সেই সুত্র ধরে অভিযোগের ভিত্তিতে বুধবার যুব উন্নয়ন কর্মকর্তার অফিসে কর্মরত সাংবাদিকরা গেলে অসৌজন্যমূলক আচরণ করার পাশাপাশি সাংবাদিকদের শারিরিকভাবে লাঞ্চিত করা হয়েছে। যেটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। একজন কর্মকর্তার থেকে এমন আচরণ কখনো কাম্য নয়। সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য একজন কর্মকতার কাছে জানতে গেলে কোন কিছু না বলেই তাদের উপর হামলা ও লাঞ্চিত করে ক্যামেরা ভেঙ্গে ফেলার উপক্রম করার বিষয়টির বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা যুব উন্নয়ন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি। এদিকে দেবহাটায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কয়েকজন সাংবাদিক আমার দপ্তরে আসলে তাদের সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে আমার সহকারীদেরকে দরজা দিয়ে তাদেরকে আটকিয়ে রাখার কথা বলি। এবিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনকে সাংবাদিকরা জানালে তিনি যুব কর্মকর্তার দূর্নীতি ও অনিয়মের অভিযোগ পেয়েছেন জানিয়ে বলেন, গোপনে তিনি বিষয়টির তদন্ত করছেন। প্রমান পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরিপোর্ট লেখা পর্যন্ত সাংবাদিকদের পক্ষ থেকে ঐ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।