এসকেএস ফাউন্ডেশন সৈয়দপুর শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম তফাদার বলেন,বাংলাদেশে ৮ মার্চ ২০ প্রথম করোনা পজেটিভ রোগী পাওয়া যায়। সৈয়দপুর পৌর এলাকার মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে জনগনকে সচেতন করার জন্য এসকেএস ফাউন্ডেশন মার্চ হতে এ পর্যন্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে ৩ হাজার কপি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। পৌর এলাকার মধ্যে মাইকিং, জীবাণুনাশক স্প্রে করার জন্য পৌরসভাকে মোট ১ মেট্রিক টন ব্লিচিং পাউডার বিতরণ, কমিউনিটিকে জীবাণুনাশক করার জন্য স্প্রে করা হয়। নিয়মিতভাবে কমিউনিটি টয়লেটগুলো পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলমান। শহরের বিভিন্ন গুরূত্বপূর্ণ স্থানে বিলবোর্ড ও তথ্য বোর্ড স্থাপন করা হয় ৪৮টি। জনগনকে হাত ধোয়ায় উদ্বুদ্ধ করার জন্য স্লাম-ক্যাম্প-কলোনী ও বিভিন্ন মোড়ে ৩৫টি হাত ধোয়ার ডিভাইজ স্থাপন করা হয়। প্রয়োজনীয় হাত ধোয়ার উপকরণ (সাবান, লিকুইড, ডিটারজেন্ট পাউডার) সরবরাহ করা হচ্ছে সেখানে। এছাড়া পৌর এরিয়ায় ১১ হাজার ২২টি পরিবারকে ২টি করে সাবান, ৫ টি করে মাস্ক সরবরাহ করা হয়। কমিউনিটির জনগনকে নিয়মিত সচেতন করার জন্য ১৫টি ওয়ার্ডে ৩১ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।