আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর কার্যালয়ের উদ্যোগে বুধবার (১০ জুন) কোভিড-১৯ প্রতিরোধ ও বাড়িতে পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন গনই ভরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান সম্পা, নাগরিক কন্ঠ ও কাজ, শেরপুরের আহবায়ক এবং আরটিভির স্টাফ রিপোর্টার মো. মুগনিউর রহমান মনি, সংস্থার চাইল্ড প্রটেকশন কর্মকর্তা সায়মন এস সাংমা, প্রোগ্রাম অফিসার বাবলি রংমা, টুকি চাম্বুগং প্রমুখ।
কর্মশালায় শিক্ষক, শিক্ষিকা, এসএমসি’র সদস্য, চাইল্ড ফোরামের সদস্য, ফ্যাসিলেটিটর ও ভিডিসির সদস্যসহ একশতজন অংশগ্রহণ করেন। সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে অল্পসংখ্যক সদস্য নিয়ে কয়েকটি গ্রুপে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম অফিসার বাবলি রংমা জানান, কমিউিনিটি পর্যায়ে করোনা সংক্রান্ত সচেতনতা বাড়াতে লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়েছে। এছাড়াও উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫ হাজার মানুষের মধ্যে সচেতনতামূলক বাল্ক মেসেজ প্রেরণ করা হয়েছে।