জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্রের শাখা নদ দশআনী নদী থেকে দীর্ঘ দিন যাবত ড্রেজার মেশিনে চলছে দেদারচ্ছে অবৈধ বালু উত্তোলন। অভিযোগ উঠেছে, বালু খেকোদের বিরুদ্ধে প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
জানাযায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দী টুংরাপাড়া গ্রামে দশআনী নদীতে একাধিক অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবত একটি চিহ্নিত 'বালু খেকো' চক্র বালু দেদার্সে উত্তোলন করে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, টুংরাপাড়া গ্রামে দশআনী নদীর উপর নির্মিত ব্রিজের দু’পাশে এক শ্রেনীর বালু খেকো ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। ইসলামপুর-ঝগড়ারচর পাকা সড়ক সংলগ্ন দশআনি নদীর ভাঙ্গন রোধে বিগত দিনে নির্মিত 'বাঁশের আড়িপাতা বেড়ি বাঁধ সংলগ্ন এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে স্থানীয় বালু খোকোরা অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন। একইভাবে দশআনী নদীতে অর্ধশত স্থানে ড্রেজার মেশিনে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। যেন দেখার কেউ নেই। অবৈধ বালু উত্তোলন করায় হুমকিতে পড়েছে কোটি টাকা মুল্যে নির্মিত টুংরাপাড়া ব্রিজসহ নদী ভাঙ্গন রোধে সরকারের লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাঁশের আড়াআড়ি বাঁধ। এছাড়া ভাঙ্গন আশংকায় রয়েছে ইসলামপুর-ঝগড়ারচর পাকা সড়ক, মসজিদ, মাদরাসাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ শত শত বসতভিটাসহ ফসলী জমি।
ভূক্তভোগীদের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনকারিরা এতই শক্তিশালী যে তাদের বিরোদ্ধে কেউ প্রতিবাদ করতে গেলে তার বিরোদ্ধ মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করা হয়ে থাকে। তাই তাদের বিরোদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না। নাম প্রকাশে অনিচ্ছুক,জনশ্রুতি রয়েছে অবৈধ বালু উত্তোলন করতে স্থানীয় প্রশাসন মেনেজ করতে এক হাজার সেপটি বালুর উত্তোলনের জন্য না’কি ১হাজার থেকে ১২শত টাকা দিতে হয়। ভূক্তভোগি দু’জন ড্রেজার মালিক জানান, চাহিদা অনুযায়ী স্থানীয় প্রশাসন মেনেজ করার নামে টাকা না দেওয়ায় গত বছর ৩১মার্চ দুইজনকে থানায় আটক রাখা হয়। পরে ওইদিন সন্ধ্যায় ৮০ হাজার টাকার বিনিময়ে তারা মুক্তি পেয়েছেন। একই দিন একই অপরাধে মরাকান্দী হাজী বাড়ীর সোহাগ মিয়ার ড্রেজার মেশিনও আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান মহামারী করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে চিকিৎসাধীন থাকায় তাঁর কোনো মন্তব্য দেয়া গেলো না।