গাজীপুরের কালীগঞ্জে করোনা সন্দেহে ৩৩ রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বুধবার (১০ জুন) বিকালে ৭ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে। এ নিয়ে কালীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৬৯ জন। এদের মধ্যে আজ পর্যন্ত সর্বমোট ১১০ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, করোনা সন্দেহে রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানোর পর বুধবার (১০ জুন) বিকালে ৭ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্ত ব্যক্তিগণ কালীগঞ্জ পৌরসভা এলাকায় ৩ জন, বাহাদুরশাদী ইউনিয়নে ১ জন, বক্তারপুর ইউনিয়নে ১ জন, জামালপুর ইউনিয়নে ১ জন ও মোক্তারপুর ইউনিয়নে ১ জন। এ নিয়ে কালীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৬৯ জন। এদের মধ্যে আজ পর্যন্ত সর্বমোট ১১০ জন হোম আইসোলেশন ও কোয়ারেন্টাইনে থেকে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে করোনাকে পরাজিত করে সম্পূর্ণ সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরেছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, উপজেলায় গত ২৪ ঘন্টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র করোনা সন্দেহে ৩৩ রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর এ পাঠায়। বুধবার বিকালে ৭ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে। এ পর্যন্ত সর্বমোট ১৪৩৬ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পরীক্ষা করা হয়েছে। নতুন ৭ জন নিয়ে উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৬৯ জন। এদের মধ্যে আজ পর্যন্ত সর্বমোট ১১০ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরেছেন। সুস্থ্যদের বাড়ীর লগডাউন খুলে দেওয়া হয়েছে। নতুন আক্রান্তদের হোম আইসোলেশন ও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।