নরসিংদী সদর উপজেলার বালুসাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের গুনগত মান খুবই নি¤œ মানের হওয়ায় এবং নকশা অনুযায়ী কাজ না কারার কারণে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার গতকাল বুধবার স্কুলের নির্মাণ কাজটি বন্ধ করে দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ও উর্ধতন মহলের নির্দেশে তিনি এই কাজ বন্ধ করে দেন।
জানা গেছে, মেসার্স আলমগীর ট্রেডার্স নামে একটি ঠিকাধারী প্রতিষ্ঠান ৮৭ লক্ষ টাকার ব্যয়ে এই ভবন নির্মাণ কাজ শুরু করেছিল। এব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন অনিয়ম ও নকশা বহির্ভূত কাজসহ ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে সদর উপজেলা নির্বাহী অফিসার সরে জমিনে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শেখ মো: আবু জাকির সেকান্দর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।