যশোরে আরও ২ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে যশোরের ৯০টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। এ নিয়ে যশোর জেলায় মোট ১৫৫ জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। এদের মধ্যে মারা গেছেন ১ জন। সুস্থ হয়েছেন ৯৬ জন।
যশোরের সিভিল সার্জন ডা. মো. আবু শাহীন বলেন, যশোরে নতুন শনাক্তের একজনের বাড়ি জেলার কেশবপুর উপজেলায়, অপরজনের বাড়ি মণিরামপুরে। ফলাফল পাওয়ার পর সংশ্লিষ্ট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।