যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৪০টি নমুনা পরীক্ষা করে আরো ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোরে ২ জন, মাগুরার ২ জন, সাতক্ষীরার ২ জন ও নড়াইলের ১ জন রয়েছেন।
সূত্রে জানা গেছে, এদিন যশোরের ৯০টি নমুনা পরীক্ষা করে ২ জন, নড়াইলের ৩৫টি নমুনা পরীক্ষা করে ১ জন, মাগুরার ৫৫টি নমুনা পরীক্ষা করে ২ জন এবং সাতক্ষীরার ৬০টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা পজেটিভ মিলেছে। নেগেটিভ আসা নমুনার সংখ্যা ২৩৩।
যবিপ্রবি জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার বলেন, মঙ্গলবার এখানে সর্বাধিক নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বৃহত্তর যশোরের তিন জেলা ছাড়াও সাতক্ষীরার নমুনা ছিল। পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের জানিয়ে দেওয়া হয়েছে।