করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার নাঙ্গলকোটের আব্দুল খালেক (৬৫) নামের এক বৃদ্ধের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার ভোরে মৃত্যু হয়েছে। তিনি নাঙ্গলকোট পৌরসভার ধাতিশ্বর গ্রামের বাসিন্দা। গত ৩ মাস পূর্বে আব্দুল খালেক ঢাকা ইসলামিয়া হাইস্কুলের শিক্ষক ছেলের বাসায় বেড়াতে যান। গত ১৫ দিন পূর্বে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার দুপুরে আব্দুল খালেককে স্বাস্থ্য বিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন করে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন।
নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক আনোয়ার হোসেন খন্দকার বলেন , উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে আমরা নিয়ম কানুন মেনে তার দাফন সম্পন্ন করি।
এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল বলেন, করোনা পজেটিভ বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে লোক সমাগম না করতে তার বাড়ীতে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে এবং স্বাস্থ্য বিধি মেনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া, উপজেলায় বুধবার ৩২ জনের রিপোর্টের মধ্যে ৫ জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে। যাদের নতুন করে ৪ জন পজেটিভ ও ১ জনের ফলোআপে পজেটিভ রিপোর্ট আসে। নতুন করে পজেটিভদের মধ্যে ৩ জন হেসাখাল এলাকার ও একজন পৌর সদরের বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেবদাস দেব।