সৈয়দপুর-চিলাহাটি রেলপথের সৈয়দপুর নতুনহাট এলাকায় রেললাইনে কাটা পড়ে ২৫ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। ১০ জুন এ দুর্ঘটনা ঘটে। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, সকালে ওই তরুণের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ পর্যন্ত লাশের পরিচয় মেলেনি।